গৌরব ও অহংকারের প্রাণ পুরুষ লালনের প্রিয় জন্মভূমিতে জন্মেছি বলে আমাদের অন্য রকম গর্ব। কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়নপুর ইউনিয়নের কয়েকজন উদ্যোমি, যারা রাজধানী ঢাকায় জীবন ও জীবিকা নিয়ে যুদ্ধরত, তারা হৃদয়ের গভীরে সব সময় ভালোবাসে লালনকে। সে লালনের নামেই করা হয়েছে হরিনায়নপুর ইউনিয়ন ও ইবি থানাবাসীদের নিয়ে সম্পূর্ন অরাজনৈতিক ও অবাণিজ্যিক ফোরাম। নাম দেয়া হয়েছে লালনভূমি। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হরিনারয়নপুরের কৃতি সন্তান দিপেন ভট্টাচার্য এ ফোরামের সভাপতি এবং সাইফুল ইসলাম সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। এক ঝাক তরুণ এই ফোরামের সাথে যুক্ত হয়ে নানা কর্মসূচী চালিয়ে যাচ্ছে। আপনিও অংশ নিতে পারেন। চাইলে এই ব্লকে লিখতেও পারেন। সার্বিক যোগাযোগের জন্য খোজ করুন,
আবু বকর সিদ্দীক
সাব এডিটর
দৈনিক ইত্তেফাক
মোবাইল: ০১৭১১০৬২৭৪০
প্রিয় কুষ্টিয়াকে ভালবেসে এই দারুন উদযোগ গ্রহণকারীদর ধন্যবাদ জানাই। বকরের প্রিতিটি আইডিয়াকেই সাধুবাদ জানাই, ক্ষুদ্র সামর্থ নিয়ে সাথেই আছি বন্ধু।
উত্তরমুছুনআছি আপনার সাথে , ভালো থাকুন
উত্তরমুছুন