শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

হরিণারায়নপুর ইউনিয়ন : আমাদের বসবাসের স্বপ্নের ভূমি


এস এম মাহিন ॥ লালন ভূমি কুষ্টিয়া জেলার ঐতিয্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় ( ই বি ) থানার ১২ নং হরিণারায়নপুর ইউনিয়ন, যা কুষ্টিয়া শহর থেকে ২০ কিঃমিঃ দুরে কথিত আছে মোগল বাদশাহের অধীনে চাকরীরত সার্ভেয়ার জেনারেল হরিণারায়ন রায় এখানকার বাসীন্দা ছিলেন, তার নামানূসারে এই গ্রামের নাম রাখা হয় হরিণারায়নপুর। এই ইউনিয়নের রয়েছে অনেক গর্বিত ইতিহাস, ৭ টা গ্রাম, ৫ টা মৌজা, আয়তন আনুমানিক ৫.০৭ কিলোমিটার, মোট ভুমির পরিমান ১৯৮১.৪৬ একর নিয়ে হরিণারায়নপুর ইউনিয়ন গঠিত,  গ্রাম গুলি যথ্ক্রামে-হরিণারায়নপুর, পদ্ম নগর, বেড়-বাড়াদী, শিবপুর, কীর্তি নগর, পুর্ব-আব্দালপুর, ও সাšিতডাঙ্গা, কালীগঙ্গাঁ নদীর অববাহিকায় অবস্থিত এই ইউনিয়ন, এক সময় নদী পথে মানুষ গহনা নৌকা করে কুষ্টিয়া শহরে যেত, সেও আজ এক ইতিহাস বিজরীত সত্য গল্প, সন্ধ্যার পর গহনা নৌকায় য্ত্রাী বোঝায় করে পাল তুরে সুরেলা আওয়াজ করে চলতে চলতে ভোরে কুষ্টিয়া শহরে পৌছাত, আবার সকালে ছেড়ে সন্ধ্যায় হরিণারায়নপুর পৌছাত, অনেকে পায়ে হেটেও কুষ্টিয়া শহরে যেত, বর্তমান আধুনিক যুগে এ এক আশ্চার্য গল্প, বর্তমানে এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৫৯৭ জন, তার মধ্যে পুরুষ ৮৩০০ জন, মহিলা ৮২৯৭জন, যা কিছু আছে ঃ- বাংলাদেশের সর্ববৃহৎ শিা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়, যা হরিণারায়নপুর ইউনিয়নের পুর্বের হিসাব অনুযায়ী ৩১১ বিঘা বর্তমানে আরো বেশী হবে, ১টি মহিলা কলেজ, শত বর্ষ পুর্বের ঐতিহ্যবাহী বহুমূখী উ্চ্চ বিদ্যালয় সহ ২টা মাধ্যমিক বিদ্যালয় যার অন্যটি বালিকা বিদ্যালয়, রেজিষ্টার বেসরকারী / সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টা, স্যাটেলাইট স্কুল ৩টা, উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এস সি প্রোগ্রাম ১টা, মাদ্রাসা ২টা, কালের সাী শাহী আমলে শাহী মসজিদ সহ ২০টা মসজিদ, শতবর্ষের শিব মন্দির সহ ১০টা, কালী বাড়ী ৬টা, ১টি জুট মিল,  ১টি চাষী কাব, ১টি তহসিল অফিস, বিনোদনের জন্য রয়েছে ১টি সিনেমা হল, ব্যাংক ৩টা ( সোনালী ব্যাংক, ব্রাক ব্যাংক ও গ্রামীণ ব্যাংক ), একাধীক এনজিও, জিকে অফিস ২টা, কৃষি বিজাগার অফিস ১টি, ই্ক্রুয় কেদ্র ১টি ( সান্তি ডাঙ্গা মৌজায় ) ইু অফিস ১টি, পোষ্ট অফিস ১টি, গোরস্থান ১০টা, শ্মসান ২টা, পাট গুড়ের ব্যবসার জন্য রয়েছে শুনাম, দোকানের সংখ্যা ( কাচা, পাকা ) আনুমানিক ১৫০০ খানা, সপ্তাহে একদিন বিরাট পশু হাট সহ প্রতিদিন সকাল বিকাল দু বেলা বাজার বসে, এই ইউনিয়নের মানুষের পেশা ব্যবসা ও কৃষি                    কাজ,  যা নেই ঃ-জন সংখ্যা হারে ব্যাংক ও শিল্প কল কারখানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন