বুধবার, ১৭ আগস্ট, ২০১১

লালনভূমিতে সবাইকে ঈদের শুভেচ্ছা

বৈষম্য আর সংকট জুড়ে বসেছে টানাটানির সংসারে। পতাকাওয়ালা সংসদমুখো দামি গাড়ি আর সাদা পোশাকের কালো টাকার মালিকদের চোখে উঠেছে বিদেশি সানগ্লাস। নিরাপত্তা কর্মীদের চোখ ফাকিঁ দিয়ে সেখানে দারিদ্যের সরজমিন চিত্র দেখা মেলে না। রাস্তা জুড়ে এখন আযরাইলের ঘর সংসার। তার ক্ষুধা বেড়ে গেছে। রাজধানীর ব্যস্ততা ফেলে ঈদে আমরা ছুটে যাব কুষ্টিয়ায়। সেখান নাড়ীর টানে আঁচল বিছিয়ে অপেক্ষা করছে স্বজন। ঈদ সবার জন্য শুভ হোক। লালনভুমির সকল সদস্যকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন