শনিবার, ১৩ আগস্ট, ২০১১

লালনভূমিতে সবাইকে স্বাগত

লালনভূমিতে সবাইকে স্বাগত

গৌরব ও অহংকারের প্রাণ পুরুষ লালনের প্রিয় জন্মভূমিতে জন্মেছি বলে আমাদের অন্য রকম গর্ব। কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়নপুর ইউনিয়নের কয়েকজন উদ্যোমি, যারা রাজধানী ঢাকায় জীবন ও জীবিকা নিয়ে যুদ্ধরত, তারা হৃদয়ের গভীরে সব সময় ভালোবাসে লালনকে। সে লালনের নামেই করা হয়েছে হরিনায়নপুর ইউনিয়ন ও ইবি থানাবাসীদের নিয়ে সম্পূর্ন অরাজনৈতিক ও অবাণিজ্যিক ফোরাম। নাম দেয়া হয়েছে লালনভূমি। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হরিনারয়নপুরের কৃতি সন্তান  দিপেন ভট্টাচার্য এ ফোরামের সভাপতি এবং সাইফুল ইসলাম সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। এক ঝাক তরুণ এই ফোরামের সাথে যুক্ত হয়ে নানা কর্মসূচী চালিয়ে যাচ্ছে। আপনিও অংশ নিতে পারেন। চাইলে এই ব্লকে লিখতেও পারেন।  সার্বিক যোগাযোগের জন্য খোজ করুন,
আবু বকর সিদ্দীক
সাব এডিটর
দৈনিক ইত্তেফাক
মোবাইল: ০১৭১১০৬২৭৪০
ঈদ উপলক্ষ্যে লালনভূমি প্রকাশ করতে যাচ্ছে বিশেষ একটি ম্যাগাজিন। এখানে যে কেউ অংশ নিয়ে লেখা ও ছবি পাঠাতে পারবে। আগামী ১৯ অক্টোবর ২০১১ লেখা পাঠাবার শেষ সময়। আগ্রহীরা এ বিষয়ে মোবাইলে কথা বলতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন